1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ঝালকাঠিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

ঝালকাঠিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৪৭ বার পঠিত
ঝালকাঠিতে

ঝালকাঠিতে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা।

গাজীপুর থেকে এসে শনিবার (২৬ আগস্ট) রাত থেকে ওই নারী (২৫) তার প্রেমিক হাসান হাওলাদারের (২৮) বাড়িতে অনশন শুরু করেন।

রবিবার বিকেল ৫ টার দিকে ঝালকাঠিতে স্থানীয় ইউপি সদস্য মো. মানিক ন্যায় বিচারের আশ্বাস দিলে ওই নারী প্রেমিকের বসতঘরের পাশে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান নেন।

অনশনকারী ওই নারীর সঙ্গে কথা বলে জানা গেছে,

২০১৬ সালে হাসান হাওলাদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপরে ২০১৮ সালে কাজের জন্য সৌদি আরব যান হাসান হাওলাদার।

এসময় মোবাইল ফোন ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত যোগাযোগ হতো দু’জনের।

হাসান হাওলাদার ওই নারীকে বিয়ের আশ্বাস দেন। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি দেশে আসেন হাসান হাওলাদার।

এর পরে তাকে বিয়ের জন্য চাপ দেন ওই নারী। তখন হাসান হাওলাদার বলেন,

তার বড় ভাই ও বোনের কাছে তিনি টাকা পান; এই টাকা পেলেই তিনি বিয়ে করবেন।

চলতি বছরের মার্চ মাসের এক তারিখ ঢাকা থেকে লঞ্চের কেবিনে হাসান হাওলাদার ও ওই নারী একত্রে বরিশালে আসেন।

এসময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বলে জানান ওই নারী।

এছাড়াও রমজানের ঈদের সময় ওই নারীর খালার বাড়িতে বেড়াতে যান হাসান হাওলাদার। তখনও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।

এর পরে হঠাৎ করে অজ্ঞাত কারণে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন হাসান হাওলাদার।

বাধ্য হয়ে ওই নারী বাদী হয়ে হাসানের বিরুদ্ধে একটি মামলা করেন। সম্প্রতি হাসান অন্য এক মেয়েকে বিয়ের প্রস্তুতি নিচ্ছে-

এমন খবর পেয়ে ওই নারী বিয়ের দাবিতে অনশন করেন।

এ ব্যাপারে হাসান হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের সামনে এসে কথা বলবেন বলে কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

উত্তমাবাদ গ্রামের ইউপি সদস্য মো. মানিক মুঠোফোনে জানান,

‘আদালতে যেহেতু একটা মামলা চলমান রয়েছে, তাই আমি ওই নারীকে আপাতত হাসানের বসতঘরের পাশে ওই নারীর এক আত্মীয়র ঘরে রেখে এসেছি।

আগামী শনিবার এ বিষয়ে দুই পরিবারকে নিয়ে সালিশ বৈঠকে বসা হবে। আমি উভয়কে মিলেমিশে যেতে বলেছি।

এলাকায় যেন কোনো রকম অশান্তি না হয়; সেজন্য আমরা সচেষ্ট আছি।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com