1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ডাবের মূল্য কারসাজি বন্ধে ভোক্তা অধিকারের বাজার তদারকি শুরু — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

ডাবের মূল্য কারসাজি বন্ধে ভোক্তা অধিকারের বাজার তদারকি শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৯৮ বার পঠিত
ডাবের

ডাবের চাহিদা বেড়ে যাওয়ায় ডাব ব্যবসায়ীরা ডাবের দাম বাড়িয়েছেন। কারওয়ান বাজারে ৭০ টাকার ডাব ২০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে ডাবে এর মূল্য কারসাজি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি শুরু করেছে।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীর কারওয়ানবাজার ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে যৌক্তিক মূল্যে ডাব ক্রয়-বিক্রয় বিষয়ে সচেতনতামূলক সভার আয়োজন করেছে সংস্থাটি।

সেখানে অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।

রবিবার (২৭ আগস্ট) সংস্থার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন,

‘ডাব কেনাবেচায় কোনো রকম ক্রয়-বিক্রয় রশিদ রাখা হয় না। এ সুযোগে ডাবের আড়তে এবং পাইকারি ও খুচরা প্রতিটি স্তরে মূল্য বৃদ্ধির উৎসব চলছে।

আমরা ইতোমধ্যে সারাদেশে এর বিরুদ্ধে কাজ শুরু করেছি। এর প্রভাবে ডাবের মূল্য কমতে শুরু করেছে।’

তিনি জানান, পাইকারি পর্যায়ে ডাবের সর্বোচ্চ মূল্য প্রকারভেদে ৪০ থেকে ৭০ টাকা। সুতরাং খুচরা পর্যায়ে সবচেয়ে ভালো মানের ডাব ১০০ টাকার বেশি হতে পারে না।

কিন্তু বর্তমানে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ডাব বিক্রি হচ্ছে।

ডাব ব্যবসায়ীদের অনৈতিক অতি মুনাফা কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সফিকুজ্জামান বলেন,

‘ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় ডাবের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ডাব ব্যবসায়ীরা অনৈতিকভাবে দাম বৃদ্ধি করছে।’

অতিরিক্ত দামে ডাব বিক্রির অভিযোগে দেশের কয়েকটি জায়গায় ব্যবসায়ীদের ইতোমধ্যে জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়া ব্যবসায়ীদের সঠিক মূল্যে ডাব বিক্রি ও ভাউচার সংরক্ষণ করতে সতর্ক করা হচ্ছে বলে তিনি জানান।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com