বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’-এর অপেক্ষায় এখন রীতিমতো দিন গুনছেন অভিনেতার অনুরাগীরা। বছর শুরু হয়েছে ‘পাঠান’-এর হাত ধরে।
তার মাস ছয়েক পরে এ বার ‘জওয়ান’-এর পালা। আরও একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ছবি নিয়ে ফিরছেন শাহরুখ খান।
‘রেড চিলিজ এখনও ঘুমাচ্ছে নাকে সর্ষের তেল দিয়ে…’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এমন একাধিক মিম নজরে পড়ছে।
সবার বক্তব্য একই জওয়ান ছবিটা মুক্তি পেতে আর মাত্র দেড় সপ্তাহ বাকি, আর এখনও ট্রেলার এল না! শাহরুখের ছবির ট্রেলার কি তবে আসবে না?
এবার সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ অভিনেতা।
জওয়ান ছবি মুক্তির আগেই শাহরুখ খান একটি আস্ক এসআরকে সেশন করলেন। সেখানেই তিনি তাঁর ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।
আর এর মধ্যে একটি প্রশ্ন ছিল জওয়ান ছবির ট্রেলার নিয়ে। সেটার বিষয়েও উত্তর দিলেন অভিনেতা।
শাহরুখ খান এই প্রথমবার ছক ভেঙে ট্রেলারের বদলে টিজার পোস্ট করেছেন এই ছবির। কিন্তু ছবির মুক্তি এগিয়ে এলেও দেখা নেই ট্রেলারের।
তাই এখন সবার একটাই প্রশ্ন জওয়ানের ট্রেলার কবে আসবে। সেটার উত্তরে এদিন টুইটারে শাহরুখ খান লেখেন, ‘ওটা তৈরি আছে।
কিন্তু আমি ঠিক করতে পারছি না আগে কোনটা দেব নতুন গান নাকি ট্রেলার?’
ট্রেলারের বিষয়ে আরেক ভক্তের প্রশ্ন, ‘স্যার ট্রেলার কখন আসবে?’ তখন কিং খান তাঁকে জবাব দিয়ে বলেন,
‘কেন ট্রেলার না এলে কি ছবি দেখবে না? ট্রেলার ট্রেলার ট্রেলার, হাহা। এসে যাবে বাবা। শ্বাস নিয়ে নাও একটু। ‘ এই পোস্টে তিনি হ্যাশট্যাগ জওয়ান লেখেন।
তবে কেবল ট্রেলার নয়, অভিনেতা অ্যাডভান্স বুকিংয়ের বিষয়েও এদিন তথ্য প্রকাশ্যে আনেন। তিনি জানান, ভারতে শীঘ্রই অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাবে ছবির।
যদিও আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডায় এক মাস আগে থেকেই এই ছবির অ্যাডভান্স টিকিট বিক্রি হচ্ছে।
ফলে বিদেশে এখনই লোকজন টিকিট কাটতে পারছে সেখানে ভারত পিছিয়ে। তাই এক ব্যক্তি জানতে চান, ‘সব ঠিক আছে।
কিন্তু ভারতে বুকিং তো অন্তত চালু করতে বলুন। ‘ উত্তরে বাদশা তাঁকে বলেন, ‘করে দেব, সব করে দেব। সবার স্যালারি আসার অপেক্ষা করছি।
গোটা পরিবার নিয়ে সবাই জওয়ান দেখতে যাবে তাই না?’
তিনি এদিন আরও একটি প্রশ্নের উত্তর দেন। এক ব্যক্তি জিজ্ঞেস করেন, কারা কারা এই ছবি দেখতে পারবেন?
উত্তরে অভিনেতা বলেন, ‘বাচ্চা- বুড়ো এবং জওয়ান সবাই দেখতে পারবে এই ছবি। ‘