চাঁদপুরের মতলব উত্তরে বঙ্গুবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিযুক্ত বিলবোর্ড ছিড়ে ফেলেছে দূর্বৃত্তরা।
গত ২৫ আগষ্ট শুক্রবার থেকেই রাতের আধারে উপজেলার বিভিন্ন স্থানে সাঠানো ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেছে দূর্বৃত্তরা।
এই ফেষ্টুন চাঁদপুর -২ আসনের সাংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড.নুরুল আমিন রুহুল এমপির কর্মী সর্মথিতরা সাঁটিয়েছে।
এতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়,
আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ছবিযুক্ত ছিল। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
চাঁদপুর -২আসনের বর্তমান সংসদ সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন সম্বলিত বিলবোর্ড উপজেলার বিভিন্ন স্থানে প্রদর্শন করেন এ্যাড. নুরুল আমিন রুহুল এমপির কর্মী-সমর্থকরা।
এই ঘটনায় উপজেলা জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে নেতাকর্মী ও সাধারণ মানুষদের মাঝে চলছে ব্যাপক সমালোচনা।
নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজনীতির নামে অপরাজনীতি করা ঠিক না।
কিন্তু কারো জনপ্রিয়তা দেখে, তার বিলবোর্ড ফেস্টুন ছিঁড়ে ফেলবে, এটা রাজনীতির আওতায় পড়ে না।
স্থানীয় নেতা কর্মীরা জানান, আওয়মীলীগের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাশীল হয়েই ব্যানার ফেস্টুন সাটায়।
কিন্তু সেটা অনেকে পছন্দ নাও করতে পারেন। তাই বলে এভাবে শেখ মজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিড়ে ফেলবে ফেলে দিবে?
এটা রাজনীতির মধ্যে পরে না। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সর্বস্তরের জনতা।
আরও পড়ুন :