বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হাসান শান্ত ছেলে সন্তানের বাবা হয়েছেন। শুক্রবার সকালে শান্ত-রত্না দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন টাইগার এই ব্যাটার। উল্লেখ্য, ১৯৯৮ সালের এই দিনেই (২৫ আগস্ট) জন্ম হয়েছিল শান্তরও।
নাজমুল হোসেন শান্ত দিন দুয়েক পড়েই খেলতে যাবেন এশিয়া কাপে। এর আগে সুসংবাদ পেলেন তিনি।
ছেলে সন্তানের বাবা হওয়ার সুসংবাদ ফেসবুকে পোস্ট করে সন্তানের কথা নিজেই জানিয়েছেন তিনি।
শান্ত লিখেছেন, ‘আজকে সকালে আমি ছেলে সন্তানের বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ।
মা এবং সন্তান দুজনেই ভালো আছে। আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।’
গত ১৬ আগস্ট স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বাবা হওয়ায় বিয়ষটি জানান শান্ত। স্ত্রী রত্নার বেবি বাম্পের ছবি দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
২০২০ সালের ১১ জুলাই দীর্ঘদিনের সম্পর্ককে বাস্তবে রূপদান করেন নাজমুল হোসেন শান্ত-সাবরিন সুলতানা রত্না জুটি।
শান্তর সঙ্গে আগে থেকে পরিচয় থাকা রত্না সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
বিয়ের পর শেষ করেছেন পড়াশোনার বাকি পাঠ। তাদের দুজনের বাড়িই রাজশাহীতে। বিয়ের তিন বছর পর সন্তানের বাবা-মা হলেন তারা।
আরও পড়ুন :