রাশিয়ার বিমান ও মহাকাশ প্রতিরক্ষা বাহিনী প্রধানের পদ থেকে জেনারেল সের্গেই সুরোভিকিনকে সরিয়ে সেই জায়গায় কর্নেল জেনারেল ভিক্টর আফজালভকে নতুন প্রধান নিয়োগ করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ-র বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
বেনামি সূত্রের উল্লেখ করে আরআইএ জানিয়েছে, ‘রুশ বিমান ও মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ থেকে সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দেয়া হয়েছে।
সেই জায়গায় বিমান বাহিনীর চীফ অব স্টাফ কর্নেল জেনারেল ভিক্টর আফজালভকে অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত কমান্ডার ইন-চীফ করা হয়েছে।’
ব্রিটিশ সামরিক গোয়েন্দার তথ্য মতে, আফজালভ এর আগে জেনারেল সের্গেই সুরোভিকিনের ডেপুটি ছিলেন।
পাশাপাশি বিমান বাহিনীর চীফ অব স্টাফ হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন তিনি।
গত ২৩ জুন রুশ সামরিক নেতাদের উৎখাতের ডাক দিয়ে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। যদিও সশস্ত্র সেই বিদ্রোহ ব্যর্থ হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দাদের দাবি, সুরোভিকিন ওয়াগনার প্রধান প্রিগোজিনের বিদ্রোহের বিষয়টি আগেই জানতেন।
ওয়াগনার প্রধানের মিত্র হিসেবে তার সঙ্গে সুরোভিকিনের ঘনিষ্ঠতা ছিল।
ওই ঘটনার পর সুরোভিকিনকে গ্রেফতার করা হয় বলে গত ২৮ জুন এক প্রতিবেদনে জানায় মস্কো টাইমস।
তাকে এখন গৃহবন্দি রাখা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
আরও পড়ুন :