ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ২০২২ সালকে আরও আগেই ছাড়িয়ে গেছে ২০২৩।
তবে এ বছর আগস্টের ২৩ তারিখের মধ্যেই ৫০০ জনের মৃত্যু দেখলো বাংলাদেশ।
বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০০ জনের মৃত্যুর তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, এ বছর ডেঙ্গু সংক্রমণ অনেক বেড়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা অনেক।
তবে আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। আজ পর্যন্ত ৫০০ মানুষ মারা গেছেন, এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
মশা নিয়ন্ত্রণে না আসায় এক মৃত্যু দেখতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এডিস মশা নিয়ন্ত্রণে আনার প্রয়োজন জানিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় মশা মারতে স্প্রে করা প্রয়োজন।
সেই স্প্রে আরও জোরদার করতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভায় এই কাজটি আরও জোরদার করতে হবে।
তবে তারা যেন সঠিক ওষুধ ব্যবহার করে। ভেজাল ওষুধ যাতে ব্যবহার না করে।
এ সময় তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে বিশ্বব্যাংক সহায়তা করতে চায়। তারা ১০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে বলেছে।
এছাড়া টিকা তৈরিতেও বিশ্বব্যাংক অর্থাঢন করবে জানিয়ে তিনি বলেন, টিকা তৈরিতেও বিশ্বব্যাংক সহায়তা দিয়ে যাবে।
এছাড়া ভ্যাকসিন প্ল্যান্টের জন্য এডিবি থেকে ৩০ কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতি পেয়েছি। আরও লাগলে আরও চাইবো।
সরকারও এ বিষয়ে অর্থায়ন করবে। জমি কিনেছি, বাকি কাজ চলমান আছে। ডিডিপি তৈরি করেছি, এটি পাস করতে একনেকে তোলা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন :