1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
ভয়ে সরকারের মুখ শুকিয়ে গেছে, আগের মতো আর হাসি নাই — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

ভয়ে সরকারের মুখ শুকিয়ে গেছে, আগের মতো আর হাসি নাই

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৫৮ বার পঠিত
ভয়ে সরকারের মুখ শুকিয়ে গেছে, আগের মতো আর হাসি নাই

ভয়ে সরকারের মুখ শুকিয়ে গেছে, আগের মতো আর হাসি নাই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৮ আগস্ট) বিকাল তিনটা থেকে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন,

কোনো দিকেই পথ নেই, উত্তরে উচ্চাঙ্গ পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর, কোনো দিকে পালাবার আর পথ নেই।

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে মানে মানে পদত্যাগ করেন।

তিনি বলেন, সংবিধানের অধীনে নির্বাচনের কথা বলছে সরকার। ওই সংবিধানই তো অবৈধ।

নিজেদের মতো করে তারা সংবিধান কাটাছেঁড়া করেছে।

বিএনপি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছে,

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর কথা বলছে। বার বার বলেছি আমাদের ভোটাধিকার ফিরিয়ে দাও।

 

বিএনপি মহাসচিব বলেন,

সারাদেশকে কারাগারে পরিণত করেছে সরকার। বিরোধীদলের ওপর নির্যাতন-নিপীড়ন হচ্ছে এটা এখন সারা বিশ্ব বলতে শুরু করেছে।

এখন ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের কথা বলছে সরকার। এগুলো বলে লাভ হবে না, পালাবার কোনো পথ নেই।

 

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা না করলে পালাবার পথ পাবে না।

আওয়ামী লীগ লুট করে সব শেষ করে ফেলেছে, খোকলা করে ফেলেছে।

পেনশন স্কিম চালু করেছে, কোনো লাভ হবে না। দাবি মেনে নিন নইলে জনগণ উত্তাল তরঙ্গ তুলে সুনামির মাধ্যমে ভাসিয়ে নিয়ে যাবে।

 

আরও পড়ুন :

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com