যুক্তরাষ্ট্রে এক বিচারক এর গুলিতে নিহত হয়েছেন তার স্ত্রী।
ক্যালিফোর্নিয়ার ওই বিচারকের কাছে ৪৭টি বন্দুক এবং ২৬ হাজার রাউন্ড গোলাবারুদ পাওয়া গেছে।
একজন সাধারণ নাগরিকের বাড়িতে এত অস্ত্র পাওয়ার পর, যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন নিয়ে নতুন করে শুরু হয়েছে সমালোচনা।
যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই ঘটছে বন্দুক সহিংসতার ঘটনা।
কখনও স্কুলে, কখনও শপিংমলে, কখনও আবার নিজ বাড়িতেই ঘটছে গুলির ঘটনা।
এবার ক্যালিফোর্নিয়ায় এক বিচারক গুলি চালিয়ে হত্যা করেছেন তার স্ত্রীকে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ আগস্ট) আদালতে তিনি বলেন, অনিচ্ছাকৃতভাবে ছোড়া গুলিতে তার স্ত্রী মারা গেছেন।
আদালতে তিনি নিজেকে নির্দোষ বলেও দাবি করেন।
বিচারক জেফরি ফারগুসনের দাবি, গত ৩ আগস্ট বাকবিতণ্ডার এক পর্যায়ে গুলি চালালে তার স্ত্রীর মৃত্যু হয়।
তবে সেসময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি করেন।
কিন্তু আশঙ্কার বিষয় হলো ওই বিচারকের বাড়ি থেকে ৪৭টি বন্দুক এবং ২৬ হাজার গোলাবারুদ পাওয়া গেছে।
একজন সাধারণ নাগরিকের বাড়িতে এত অস্ত্র পাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন নিয়ে ফের উঠেছে সমালোচনার ঝড়।
এছাড়া অভিযুক্তের দাবি, তার সব অস্ত্রই বৈধভাবে কেনা।
যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, এ বছর যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় প্রায় ২৭ হাজার মানুষ নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪৬ শতাংশই ব্যক্তিগতভাবে অস্ত্র বহন করে।
দেশটির প্রায় অর্ধেক মানুষ ব্যক্তিগত অস্ত্র বহন করার কারণেই এত বেশি বন্দুক সহিংসতার ঘটনা ঘটে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা।
যদিও এ পরিস্থিতির উন্নতির জন্য অস্ত্র আইন কঠোর করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন