ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা।
এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই।
মঙ্গলবার (১৫ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,
ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভ ও উত্তর-পশ্চিমাঞ্চলের ভলিনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিনজন নিহত হন।
টেলিগ্রাম বার্তায় ভলিনের আঞ্চলিক গভর্নর ইউরি পোহুলিয়াকো বলেন,
লুটস্কের একটি ব্যবসায়িক স্থাপনায় বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তথ্যানুসারে, লভিভে বিমান হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে শতাধিক আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।
লভিভের মেয়র অ্যান্দ্রেই সাদোভি টেলিগ্রাম বার্তায় বলেন,
‘অনেকগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
তারপরও লভিভে বেশকিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’
তিনি বলেন, ‘এই হামলার পর বিধ্বস্ত বাসভবনগুলো ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বাসিন্দাদের।’
ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার ছোড়া ২৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৬টি বিধ্বস্ত করার কথা জানিয়েছে।
আরও পড়ুন