1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৪৪৯ বার পঠিত
আদালতে

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের ষড়যন্ত্রের মামলায় আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মামলাকে ‘রাজনৈতিক প্রতিপক্ষের নিপীড়ন’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসির একটি আদালতে হাজিরা দিতে উপস্থিত হন ট্রাম্প। একজন ফৌজদারি আসামি হিসেবে গত চার মাসে এ নিয়ে তিনবার আদালতের কাঠগড়ায় উপস্থিত হলেন তিনি।

ট্রাম্পের বিরুদ্ধে করা সর্বশেষ এই মামলায় তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে- যুক্তরাষ্ট্রের সাথে প্রতারণা করার ষড়যন্ত্র,

অফিসিয়াল কার্যক্রমে বাধা দেয়ার ষড়যন্ত্র, অফিসিয়াল কার্যক্রমে বাধা ও নাগরিক অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র।

ম্যাজিস্ট্রেট বিচারক মক্সিলা উপাধ্যায় সাবেক এই প্রেসিডেন্টকে মামলার তথ্য প্রকাশ না করতে আদেশ দিয়েছেন।

এই আদেশ মানতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, মুক্তির শর্ত প্রত্যাহার এবং আদালত অবমাননার অভিযোগ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

প্রসিকিউটররা শুনানিতে বলেন, মামলাটির দ্রুত বিচার হওয়াই ভালো হবে।

তবে ট্রাম্পের অ্যাটর্নি জন লরো বলেছেন, তাদের প্রস্তুতির জন্য আরও সময় লাগবে।

তিনি বলেন, প্রসিকিউশনের টাইমলাইন ‘কিছুটা অযৌক্তিক’ ছিল কারণ তদন্তে তিন বছর সময় লেগেছিল।

মঙ্গলবার একটি অভিযোগপত্রে যে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে, তাতে ‘অসততা, জালিয়াতি

এবং প্রতারণার মাধ্যমে ফেডারেল সরকারের কার্যকারিতা নষ্ট, বাধা এবং পরাজিত করার ষড়যন্ত্র’ অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাম্প তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে ২০২০ সালের নির্বাচনে হেরে যান,

কিন্তু হার তিনি স্বীকার করতে অস্বীকার করেন এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে ফলকে চ্যালেঞ্জ করেন।

তিনি বর্তমানে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রিপাবলিকান প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন।

এ নির্বাচনে আবারও তিনি জো বাইডেনের মুখোমুখি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com