1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণ চালু — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণ চালু

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৪৯ বার পঠিত
অ্যান্ড্রয়েড

ওপেনএআই তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণ চালু করেছে।

বাংলাদেশসহ বিশ্বের চারটি দেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এটি ডাউনলোড করতে পারবেন।

বাকি তিনটি দেশ হলো-যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল।

যুক্তরাষ্ট্রের এআই রিসার্চ অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোম্পানি জানিয়েছে,

আগামী সপ্তাহের মধ্যে তারা আরও কয়েকটি দেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা করছে।

গত বছরের নভেম্বরে চ্যাটজিপিটি আনার পর চলতি বছরের মে মাসে অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মে এআই চ্যাটবটটির অ্যাপ নিয়ে এসেছে স্যাম অল্টম্যানের ওপেনএআই।

ইউবিএসের এক জরিপ অনুযায়ী,

চ্যাটজিপিটি চালুর মাত্র দুই মাস পর গত জানুয়ারিতে মাসিক ১০০ মিলিয়ন ব্যবহারকারীর কাছে পৌঁছেছে বলে মনে করা হয়।

বিশ্লেষক প্রতিষ্ঠান সিমিলারওয়েবের তথ্য উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,

জানুয়ারিতে প্রতিদিন গড়ে প্রায় ১৩ মিলিয়ন ইউনিক ভিজিটর চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, যা ডিসেম্বর চেয়ে দ্বিগুণের বেশি।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com