1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চলতি বছর হজ শেষে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন — Nobanno TV
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

চলতি বছর হজ শেষে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৯৯ বার পঠিত
চলতি বছর হজ শেষে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন

চলতি বছর হজ শেষে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি। তিন এয়ারলাইন্সের ২৩৪ টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১৪ জন মারা গেছেন।

শনিবার (২২ জুলাই) মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ,

বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ২৩৪ টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি।

২৩৪ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৫ টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৮৯ টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৪০ টি।

বুলেটিনে আরও বলা হয়, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১৪ জন সৌদি আরবে মারা গেছেন।

এর মধ্যে পুরুষ ৮৯, মহিলা ২৫ জন রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৯৪, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়।

নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

কোন হজযাত্রী মক্কায় মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়।

জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে, মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com