1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
শামীম ওসমানের শিষ্টাচার ও সদাচরণে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে আমেরিকার বিএনপি নেতাকর্মীরা — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

শামীম ওসমানের শিষ্টাচার ও সদাচরণে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে আমেরিকার বিএনপি নেতাকর্মীরা

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৭৭ বার পঠিত
শামীম ওসমানের শিষ্টাচার ও সদাচরণে ক্ষমা চাইতে বাধ্য

নিউইয়র্কে শামীম ওসমানকে দেখে বিরুপ মন্তব্য করে অবশেষে শামীম ওসমানের শিষ্টাচার ও সদাচরণে মুগ্ধ হয়ে

তার কাছে বিএনপি নেতাকর্মীরা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সমাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন অয়ন।

 

এসময় স্ট্যাটাসে তিনি বলেন,

“আমেরিকার মাটিতে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ করলেন জননেতা এ কে এম শামীম ওসমান এমপি,তার শিষ্টাচারমূলক ব্যবহারে আমেরিকার বিএনপির নেতাকর্মীরা ক্ষমা চাইতে বাধ্য হল।”

এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শামীম ওসমানের গাড়ি দেখে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায় একদল যুবককে।

পরে শামীম ওসমান গাড়ি থেকে নেমে গিয়ে তাদের সাথে কথা বলেন। পরে তাদের সাথে চা খেতে দেখা যায় শামীম ওসমানকে।

এসময় সেসকল যুবকদের বাবা মায়ের কাছে নিজের জন্য দোয়া চান শামীম ওসমান।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com