জামালপুরের মেলান্দহ উপজেলার গোবিন্দগঞ্জ বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম রন (২৫) নামে একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম মেলান্দহ উপজেলার চর পলিশা গ্রামের মরহুম জিয়ারুল হকের ছেলে।
আহতরা হলেন, চরঘোষের পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে নিরব (১৯), সুরমান হোসেনের ছেলে আনন্দ হোসেন (৩০), চরপলিশা গ্রামের মোস্তফা হোসেনের ছেলে আল-আমিন (২৮) এবং বেতমারী চরপলিশা গ্রামের রমজান আলীর ছেলে সাইদুল্লাহ হোসেন (৩০)।
তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই আব্দুর রহিম নিহত হন। অন্যরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।