1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করলো ইতালি! — Nobanno TV
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করলো ইতালি!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পঠিত

ইতালিতে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করেছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। এতে বিক্ষুব্ধ দেশটিতে বসবাসরত ২২ লাখের বেশি মুসলমান। দ্রুত আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সদস্যরাও।

ইতালিতে সাংবিধানিকভাবে প্রত্যেকের ধর্ম পালনের অধিকার রয়েছে। তারপরও সম্প্রতি দলবদ্ধ হয়ে জামাতে নামাজ নিষিদ্ধ করেছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইতালিতে বসবাসরত ২২ লাখের বেশি মুসলমান।

ইতালিজুড়ে গুটিকয়েক পূর্ণাঙ্গ মসজিদ থাকলেও, বর্তমানে দেশটিতে অস্থায়ী ভিত্তিতে ইসলামিক কালচারাল সেন্টারের নামে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদ হিসেবে পরিচালিত হচ্ছে প্রায় হাজার খানেক প্রতিষ্ঠান।

তবে প্রশাসনিক আদালতের রায়ে এখন বন্ধ হওয়ার পথে এসব ইসলামিক কালচারাল সেন্টার বা অস্থায়ী মসজিদ। যদিও আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে চান বাংলাদেশ কমিউনিটির সদস্যরা।

সম্প্রতি দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালতের রায়ে দেখা যায়, ভেনিস থেকে ১৩০ কিলোমিটার দূরের শহর মনফালকনের দু’টি মসজিদসহ ইতালিজুড়ে ইসলামিক কালচারাল সেন্টারের নামে যতগুলো মসজিদে জামাতে নামাজ পড়া হয়, সবগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com