ছোট পর্দার অভিনয় থেকে এখন সিনেমার নায়ক জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তবে ভক্তদের চমকে দিয়ে এবার ঈদে বড় চমক দিয়েছেন তিনি। গান গাইলেন নিজের অভিনীত ঈদের সিনেমা দাগি’তে।
বুধবার (২৬ মার্চ) চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ঈদের সিনেমা দাগি’র টাইটেল ট্র্যাক। এতে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো।
গানের কথা—‘তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মারো, তত বারবার জাগি’। রাসেল মাহমুদের এমন কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন।’
প্রকাশিত গানে মূলত কন্ঠশিল্পী নিধির (আরাফাত মহসীন) সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো। এ গানে কণ্ঠ দেয়ার অভিজ্ঞতা অবশ্য হঠাৎ করেই হয়েছে এমনটাই জানান অভিনেতা।
নিশো বলেন, ‘প্রথমদিকে কিছুই জানতাম না। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শোনান। এরপর আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?’
নিশো আরও বলেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তিরা চেয়েছেন ‘দাগি’ সিনেমার দাগি যিনি, তার কণ্ঠেই গানটি বেশি মানায়। যৌক্তিক মনে হওয়ায় রাজি হই।’
সিনেমার গানে কণ্ঠ দেয়ার আগে নাটকের গানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নিশোর। একবার একটি নাটকের জন্য নিজেই লিখে, সুর করে গানে কন্ঠ দিয়েছিলেন নিশো। গান নিয়ে জানাশোনা থাকায় ভক্তদের কাছে নতুন রূপে এবার হাজির হয়েছেন তিনি।
আফরান নিশো অভিনীত এবারের ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘দাগি’ সিনেমার শুটিং হয়েছে সৈয়দপুর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন লোকেশনে। সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতুসহ অনেকে।