1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বাগেরহাটে ২০ ফুট লম্বা অজগর উদ্ধার — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

বাগেরহাটে ২০ ফুট লম্বা অজগর উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৮ বার পঠিত

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের একটি বাড়ির বাগান থেকে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় সিপিজি ও ভিটিআরটি টিমের সদস্যরা সাপটি উদ্ধার করে বনরক্ষীদের সহায়তায় বনে অবমুক্ত করেন।

সোনাতলা কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) লিডার মো. খলিলুর রহমান জানান, গ্রামের মরিয়ম বেগম তার একটি ছাগল খুঁজে না পেয়ে দুপুর ৩টার দিকে প্রতিবেশী মালেকের বাড়ির বাগানে গিয়ে দেখেন, বিশাল একটি অজগর সাপ তার ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং মৃত ছাগলটিকে পেঁচিয়ে ধরে রেখেছে। মরিয়ম বেগম এ দৃশ্য দেখে তাকে জানান। পরে তিনি তার সিপিজি সদস্য ও ভিটি আরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।

তিনি আরও জানান, এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয় সাপটি। পরে তল্লাশি চালিয়ে তারা সাপটিকে উদ্ধার করা হয়। ২০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ৫৫ কেজি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, সোনাতলা গ্রামের তজুর গেট এলাকার মালেকের বাড়ির বাগান থেকে উদ্ধার হওয়া সাপটি বনরক্ষীদের সহায়তায় সিপিজি ও ভিটিআরটির সদস্যরা শরণখোলা স্টেশন অফিস সংলগ্ন বনে ছেড়ে দিয়েছেন।

এ ঘটনায় বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেয়ার পাশাপাশি সাপকে পিটিয়ে না মারার অনুরোধ জানিয়েছেন এ কর্মকর্তা।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com