1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নারায়ণগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৫ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ বছরের এক শিশু কন্যাকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১২টায় উপজেলার কাঁচপুর পুরান বাজার রায়েরটেক গ্রামের রংপুর গলিতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁচপুরের পুরান বাজার রায়েরটেক এলাকার ইছাক মুন্সির ভাড়াটিয়া বাড়িতে গার্মেন্টস কর্মী নুরুজ্জামান তার স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে সপরিবার বসবাস করেন। একই বাড়িতে ভাড়া থাকেন অভিযুক্ত মনসুর আলী। শিশুটির মা বাবা গার্মেন্টসে চাকরি করার সুবাদে বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান। গতকাল বৃহস্পতিবার বিকেলে ৩টার দিকে বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করাকালীন সময়ে তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। এমতাবস্থায় ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় বাচ্চাটি রক্ষা পান। পরবর্তীতে শিশুর বাবা-মা বাসায় ফিরে এমন খবর জানতে পেরে এলাকাবাসীকে বিষয়টি জানান। এক পর্যায়ে এলাকাবাসী রাত ১২টার দিকে ক্ষুব্ধ হয়ে ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

অভিযুক্ত মুনসুরের গ্রামের বাড়ি রংপুরের কোতোয়ালি থানার কাটাবাড়ি গ্রাম।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সামরুল হোসেন। তিনি বলেন, বাচ্চার বাবা-মা চাকরি থেকে ফিরে আসার পর তাদের কাছে বিষয়টি বাচ্চা জানিয়েছেন। পরে পিতা-মাতা অভিযুক্তকে জিজ্ঞেস করলে সে বিকেলে বাচ্চাটিকে ধর্ষণের চেষ্টা করেছিল বলে তাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে। বাচ্চাটির পরিবারের কাছে তার ভাষ্য ছিল শয়তানে তাকে এ কাজ করিয়েছে। এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে। পরবর্তীতে বাচ্চার পরিবার এই ঘটনা সম্পর্কে ওই বাড়ির মালিকসহ স্থানীয়দের জানালে তারা গণধোলাই দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা প্রক্রিয়াধীন।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com