1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ভারতের কুম্ভমেলায় যাওয়ার পথে বাসচাপায় ১০ ভক্ত নিহত — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

ভারতের কুম্ভমেলায় যাওয়ার পথে বাসচাপায় ১০ ভক্ত নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পঠিত

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার সময় বাসের নিচে চাপা পড়ে ১০ জন ভক্ত নিহত হয়েছেন। এ দুঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্রয়াগরাজ–মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় একটি বোলেরো গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ভক্তরা ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উদ্দেশ্যে কুম্ভমেলায় আসছিলেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। তিনি দ্রুত চিকিৎসা ও অন্যান্য সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে কুম্ভমেলা থেকে ফেরার পথে মধ্যপ্রদেশের জবলপুর জেলায় একটি মিনি-বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত নিহত হন।

এর আগে গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদদলিত হয়ে ৩০ জন নিহত এবং ৬০ জন আহত হন। গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

এনএএন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com