1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
রক্তের মতো লাল হয়ে গেছে আর্জেন্টিনার একটি নদীর পানি — Nobanno TV
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

রক্তের মতো লাল হয়ে গেছে আর্জেন্টিনার একটি নদীর পানি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩ বার পঠিত

অজানা কারণে রক্তের মতো লাল হয়ে গেছে আর্জেন্টিনার একটি নদীর পানি। দূর থেকে দেখলে যে কেউ ভাববে পানি নয়, বরং রক্তের প্রবাহ ছুটে চলেছে। নদীর পানি এতটাই লাল হয়ে গেছে যে, তাতে নামার সাহস দেখাচ্ছে না হাঁসও।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বৃহত্তর বুয়েন্স আয়ার্সে দেখা মিলেছে এই লাল পানির নদী। স্থানীয়দের শঙ্কা, বিষাক্ত কোনো রাসায়নিকের কারণেই এমন বদলে গেছে নদীটির পানি। ফলে আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয়দের মাঝে।

ইতোমধ্যে, নদী থেকে নমুনা সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিও ডি লা প্লাটা নদীতে প্রবাহিত হওয়া এই নদীর পানির রঙ প্বার্শবর্তী কোনো কারখানার রাসায়নিক বর্জ্যের কারণে পাল্টে গেছে। সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, টেক্সটাইল রঞ্জক পদার্থ ফেলে দেয়ার কারণে অথবা কাছের কোনও ডিপো থেকে রাসায়নিক বর্জ্যের কারণে এই রঙটি হতে পারে।

দেশটির পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে রঙ পরিবর্তনের কারণ নির্ধারণের জন্য পানির নমুনা নেয়া হয়েছে।

এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, বিকেলের শেষের দিকে পানির রঙ কিছুটা তীব্রতা হারিয়ে ফেলেছিল।

বাসিন্দারা দাবি করেছেন যে অনেক স্থানীয় কোম্পানি জলপথে বিষাক্ত বর্জ্য ফেলে, যা রাজধানীর কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে চামড়া প্রক্রিয়াকরণ এবং টেক্সটাইল কারখানা থেকে নিসৃত।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com