1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
টিকটকে আসক্ত মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা — Nobanno TV
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

টিকটকে আসক্ত মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১০ বার পঠিত

টিকটক ভিডিও তৈরি করার জন্য পাকিস্তানে ১৫ বছর বয়সী এক মার্কিন কিশোরীকে গুলি করে হত্যা করেছেন তার বাবা এবং চাচা। টিকটকে ভিডিও ছাড়াও মেয়ের পোশাক এবং জীবনযাত্রা নিয়েও আপত্তি জানাতেন বাবা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হত্যা মঙ্গলবার দেশটির কোয়েটা শহরে এই ঘটনা ঘটে।

বিবিসি জানায়, পরিবার নিয়ে প্রায় ২৫ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন বাবা আনোয়ারুল হক। কিন্তু সম্প্রতি টিকটকে মেয়ের কার্যকলাপ ‘আপত্তিকর’ মনে হয় তার কাছে। এরপর তারা পাকিস্তানে ফিরে আসেন।

জিজ্ঞাবাদে হত্যায় অভিযুক্ত বাবা জানান, গুলি তিনি করেননি। অন্য কেউ করেছে।

পুলিশের সন্দেহ, হত্যাকাণ্ডটি ‘অনার কিলিং’ হতে পারে। সাম্প্রতিক বছরে পাকিস্তানে এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে গেছে। ‘অনার কিলিং’ হলো এক ধরনের হত্যাকাণ্ড যা আত্মীয় স্বজনরা করে থাকেন। তারা যুক্তি দেন, পরিবারের সম্মান বাঁচাতেই এ হত্যা করেছেন।

তদন্ত কর্মকর্তারা জানান, মেয়েটির মোবাইল ফোন তারা হাতে পেয়েছেন। তবে সেটি লক করা। হত্যার সাথে জড়িতের অভিযোগে মেয়ের মামাকেও গ্রেফতার করা হয়েছে।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com