1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস, পাত্রী কে? — Nobanno TV
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস, পাত্রী কে?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২ বার পঠিত

বাহুবলির সাফল্যের পর বিশ্বব্যাপী জনপ্রিয় দক্ষিণী তারকা প্রভাস। তাই প্রভাসকে ঘিরে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে। এখন পর্যন্ত একাধিক অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে প্রভাসের। বিশেষ করে ‘বাহুবলি’র সময় থেকে আনুশকা শেঠির সঙ্গে তার নাম জড়ানোর পর থেকে এই আলোচনা আরও তীব্র হয়।

একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও শেষ পর্যন্ত কারও সঙ্গেই গাঁটছড়া বাঁধেননি প্রভাস। বহুবার বিয়ের গুঞ্জনও শোনা গেছে তার। তবে তা বাস্তবে রূপ নেয়নি কখনও। এবার জানা গেল, সকল গুঞ্জন পেছনে ফেলে অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস।

আনুশকা শেঠির সঙ্গে তার নাম জড়ালেও এবার শোনা যাচ্ছে অন্য এক পাত্রীর কথা। এক সাক্ষাৎকারে অভিনেতা রামচরণের মন্তব্যে নতুন এই জল্পনার সূত্রপাত।

সম্প্রতি ‘আনস্টপেবল উইথ এনবিকে সিজন ৪’ টক শোতে প্রভাসের সম্ভাব্য বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রভাসের বন্ধু এবং সহ-অভিনেতা রাম চরণ। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের মাঝে এই খবরটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।

এরইমধ্যে দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের একটি টুইট ঘিরেও অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। এক্স হ্যান্ডেলে (টুইটার) তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com