1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বাংলাদেশি কিশোরীকে পাচারের অভিযোগ, ভারতে তিনজনকে যাবজ্জীবন — Nobanno TV
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

বাংলাদেশি কিশোরীকে পাচারের অভিযোগ, ভারতে তিনজনকে যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১২ বার পঠিত

টিভি চ্যানেলে নাচের অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে সুযোগ করে দেয়া হবে। এমন প্রলোভন দেখিয়ে বাংলাদেশি এক নাবালিকা নারীকে ভারতে পাচারের অভিযোগ ওঠে। এতে দোষী সাব্যস্ত তিন ভারতীয়কে যাবজ্জীবন কারাদণ্ড দয়েছে ভারতের আদালত।

ভারতের জনপ্রিয় বাংলা টিভি চ্যানেলের নাচের শো প্রতিযোগী হিসেবে সুযোগ করে দেয়া হবে। এমন প্রলোভন দেখিয়ে ২০২১ সালের অক্টোবরে ঢাকার ওই কিশোরীকে দুই ভারতীয়র কাছে বিক্রি করে দেয় বাংলাদেশি নাগরিক দুই পাচারকারী মো. বাদশা ও তার স্ত্রী। যদিও শেষ রক্ষা হয়নি। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার দর্শনা সীমান্তের কাছে দত্তফুলিয়া বর্ডার আউট পোস্ট এলাকা হয়ে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের ধাওয়া করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় পাচারকারী বাদশা ও তার স্ত্রী পালিয়ে গেলেও বাংলাদেশি নাবালিকাকে আটক করে বিএসএফ।

এদিকে বিএসএফের পক্ষ থেকে আদালতে জানানো হয়, দত্তফুলিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় ওইদিন বিএসএফের ৮ ব্যাটালিয়ন রুটিন টহল দেয়ার সময় অনুপ্রবেশকারীদের দেখতে পায় এবং তাদের একজনকে আটক করে। বিএসএফ জানায়, দুই পাচারকারীর সঙ্গে অবৈধ অনুপ্রবেশ করেছিলেন নাবালিকা। সঙ্গে থাকা দুই অনুপ্রবেশকারী বিএসএফের ধাওয়া খেয়ে পালিয়ে গেলেও আটক হয় নাবালিকা।

বিএসএফ জওয়ানদের দেখে পালিয়ে যাওয়ার বদলে নাবালিকা রীতিমতো ছুটি এসে বিএসএফের কাছে দাবি করে তাকে ভারতে পাচার করে দেয়া হচ্ছে। নাচের শো এর কথা বলা হলেও পরবর্তীতে তাকে বিক্রি করে দেয়া হয়েছে। পরে ওই নাবালিকাকে তুলে দেয়া হয় নদীয়ার ধানতলা থানার পুলিশের হাতে।

এদিকে বাংলাদেশি নাবালিকা বাজারের এই ঘটনার তদন্তে নেমেই দুই ভারতীয় নাগরিক বকুল মন্ডল ও জসিম মন্ডলকে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে নদীয়ার ধানতলা থানার পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ ও দীর্ঘ তদন্তে এই মামলায় মুম্বাইয়ের বড় নারী পাচারকারী র‍্যাকেটের সন্ধান পায় জেলা পুলিশ। ঘটনা গুরুত্বপূর্ণ অনুধাবন করে গোটা মামলা পরবর্তীতে তুলে দেয়া হয় সিআইডির হাতে। তদন্তে নেমে সিআইডি মুম্বাই থেকে এই মামলার মূল পাচারকারী লতা নামে আরেক ভারতীয় নারীকে গ্রেপ্তার করে।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com