1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বিদায়ী বছরের গ্লানি গুছাতে বড় পরিসরের ৪টি দাবী বাস্তবায়ন চাই ঈদগাঁওবাসী — Nobanno TV
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০১ অপরাহ্ন

বিদায়ী বছরের গ্লানি গুছাতে বড় পরিসরের ৪টি দাবী বাস্তবায়ন চাই ঈদগাঁওবাসী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৬ বার পঠিত

উপজেলা পরিসংখ্যানে দেশের হালনাগাদ সর্বশেষ উপজেলা হিসেবে “ঈদগাও উপজেলা”। সালতামামিতে বছরের শেষে কি পেল এলাকাবাসী? নতুন বছরে কি প্রত্যাশা তা নিয়ে জনমনে নানান প্রশ্ন জাগ্রত হয়েছে। প্রথমেই উপজেলার কার্যক্রম নিয়ে আলোচনা শুরু করলে দেখা যায় এ উপজেলা এখনো পূর্নাঙ্গ রূপ ধারন করেনি। যদিওবা উপজেলায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম ভাড়াটিয়া বাসায় চলছে। উপজেলা ভবনের আনুমানিক উদ্বোধন কবে হবে তা ফাইলবন্দী।

এখনো পুরোপুরি দপ্তরগুলো না আসায় বিভিন্ন কার্যক্রমে এলাকাবাসী সুবিধা হতে বঞিত। উপজেলা ভবন ইসলামাবাদ রেল স্টেশনের পাশে করার জন্য সকল দাপ্তরিক কাজ শেষ হয়েছে বলে সকলে জানলেও আদৌ যেখানে কি ভিত্তিপ্রস্তর স্থাপন হবে? তা প্রশ্নবিদ্ধ।

বিদায়ী বছরে কবি নুরুল হুদা সড়কটির নির্মাণ কাজ শুরু হলেও অজ্ঞাত কারনে স্থগিত হওয়ায় ভগ্নদশা রাস্তার ধুলোবালি সমূহ উপহার হিসেবে পেয়ে যাছেন আমজনতা। পূর্ণাঙ্গ হাসপাতাল, একটি বিদ্যালয় সরকারিকরন, একটি ফায়ার সার্ভিসের দাবি দীর্ঘদিন ধরে থাকলেও তা প্রকৃত রূপ পায়নি। নতুন বছরে প্রত্যাশাগুলো প্রতিষ্ঠিত হোক ও জনগণ সেবাপ্রাপ্তি হোক। বড় ধরনের চারটি দাবি পূরণ হলে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলবে।

ঈদগাহ জাহানার ইসলাম বালিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, শুধু ইউএনও আসবে এবং যাবে। কিন্তু উপজেলা ভবন উদ্বোধন নিয়ে কোন কর্মকাণ্ড হবেনা,তা মেনে নেওয়া যায়না। যদি উপজেলা ভবন উদ্বোধন ও সার্বিক কাজ এক যোগে শুরু করা হয়,তবে নতুন বছর এলাকা বাসীর জন্য বয়ে আনবে বিরাট বার্তা।

নবান্ন টিভি/ এম আবু হেনা সাগর

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com