যিশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন উপলক্ষে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলাতেও নানা ধর্মীয় অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে জেলা সদরের খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চেও গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। গতকাল রাতে এ উপলক্ষে বিশেষ উপাসনা, মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনা উৎসর্গ করা হয়।
আজ সকাল ১০ টা দিকে খাগড়াছড়িতে গির্জায় গির্জায় বিশেষ উপাসনা দিয়ে মধ্যে দিনের ধর্মীয় কর্মসূচি শুরু হয়েছে । এরপর বড়দিনের কেক কাটা হয়। এছাড়াও শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি, চকলেট বিতরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় সব শেষে দেশ ও বিশ্ব শান্তি কামনা করে প্রার্থনা করা হবে।
খাগড়াছড়ি সদরের চেলাছড়া পাড়ার জেমস ত্রিপুরা জানান, বড়দিন ঘিরে কয়েকদিন ধরে চার্চ কেন্দ্রীক বিভিন্ন খেলাধুলা চলছে। আজ বুধবার সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, বড়দিন উৎসব নিরাপদ ও নির্বিঘ্নে করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।
নবান্ন টিভি / বিপ্লব তালুকদার