যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাতাল ট্রেনে আগুন দিয়ে এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটে স্থানীয় সময় রবিবার সকালে নিউ ইয়র্কের ব্রুকলিনে।
নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জানান, রবিবারের ওই ঘটনায় মারা যাওয়া নারী থেমে থাকা একটি ট্রেনে ছিলেন। তখন এক ব্যক্তি তার পোশাকে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই আগুন তাকে আচ্ছন্ন করে ফেলে। পুলিশ দ্রুত আগুন নেভালেও ততক্ষণে তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এখনো তদন্ত করছে। অভিযুক্তের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আনা হয়নি। পুলিশের দেওয়া তথ্য অনুসারে, নাম না জানা ওই নারী স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ স্টেশনে একটি পাতাল ট্রেনে ছিলেন। এ সময় এক ব্যক্তি তার কাছে যান ও আগুন ধরিয়ে দেন। আগুন লাগানোর সময় ওই নারী নড়াচড়া করছিলেন না এবং তিনি ঘুমিয়ে ছিলেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।