ভোরের আলো ফোটার আগেই দৈনিক পত্রিকা হাতে নিয়ে পাঠকের সামনে হাজির বয়োবৃদ্ধ নারী শেফালী পাল। রোদ কিংবা শীত যা-ই থাকুক না কেন সবকিছু কে পেছনে ফেলে প্রতিদিনই পাঠকের কাছে পত্রিকা পৌঁছে দিচ্ছেন সত্তোর্ধ্ব শেফালী । অসুস্থতা তাকে গ্রাস করলেও কাজে দমে যাননি তিনি। ছুটে চলছেন এপার ওপার।
কক্সবাজারে ঈদগাঁও উপজেলা বাসষ্টেশনসহ বাজার অলিগলিজুড়ে প্রতিদিনই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পত্রিকা বিক্রি করে থাকেন। সংসারের উপার্জন আর জীবনের গতি সচল রাখতেই শেফালীর এ জীবন যুদ্ধ। পত্রিকা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে কোন রকমে বেঁচে আছেন। প্রতিদিন ভোরে পত্রিকা স্টেশনে বিক্রি করছেন এই সাহসী নারী। দীর্ঘবছর ধরে পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দিয়ে যাচ্ছেন শেফালী পাল।
ঈদগাঁও পালপাড়ার সেই বয়োবৃদ্ব নারী শেফালী পাল তার সন্তান স্বপন (পত্রিকা বিক্রেতা) মারা যাওয়ার পর থেকে পূত্রের পেশাকে আগলে রেখে তিনিই চালিয়ে যাচ্ছেন। মাঝে মধ্যে তার পূত্রবধু ও তাকে সহযোগিতা করে থাকেন।
শেফালীর সাথে কথা হলে তিনি পূত্র মারা যাওয়ার পর থেকে দীর্ঘ ১৯ বছর ধরে পত্রিকা বিক্রির মত কঠিন কাজটি বেছে নেন। প্রথম প্রথম কষ্ট হলেও এখন সয়ে যাচ্ছেন। তবে বয়সের ভারে ও নানান অসুখ-বিসুখে পত্রিকা হাতে নিয়ে হাটতে পারছেনা তেমন। তার পরেও পত্রিকা বিক্রির কাজ বন্ধ করেননি।
কজন পাঠক জানান, জীবনের শেষ বয়সে দক্ষ এবং কর্মঠের সাথে শেফালী পাল পত্রিকা বিক্রি করে যাচ্ছে। তার আয়ের উপর পরিবার। এই কর্মঠ নারীর প্রতি স্যালুট জানায়। ছেলেদের চেয়ে বেশি কর্মঠ শেফালী। তিনি দায়িত্ব নিয়ে পত্রিকা বিক্রির কাজ চালিয়ে যাচ্ছে।
নবান্ন টিভি / এম আবু হেনা সাগর