1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, জনপ্রিয় দক্ষিণি তারকা গ্রেপ্তার — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, জনপ্রিয় দক্ষিণি তারকা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

কর্মক্ষেত্রে যৌন হেনস্তার ঘটনা যেন না ঘটে সেজন্য ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতে গঠন করা হয় হেমা কমিশন। সেই হেমা কমিশনের রিপোর্টে প্রকাশ করা হয় একাধিক হেনস্তাকারীর নাম। এবার যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হলেন মালয়ালম ছবির অভিনেতা সিদ্দিকি। শুক্রবার (৬ ডিসেম্বর) গ্রেপ্তার করা হয় তাকে। খুব শিগগিরই অভিনেতাকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

চলতি বছরের আগস্ট মাসে সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ আনেন এক অভিনেত্রী। অভিযোগকারীর দাবি, ২০১৬ সালে তাকে হেনস্তা করেছিলেন সিদ্দিকি। আগস্ট মাসে অভিযোগ দায়ের হওয়ার পরে ‘অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টস্’-এর সাধারণ সভাপতি পদ থেকে পদত্যাগপত্র জমা দেন তিনি। মাস কয়েক আগেই যৌন হেনস্থার ঘটনা নিয়ে অনেকেই মুখ খুলেছিলেন। সেই সময়েই সিদ্দিকির নামেও অভিযোগ দায়ের করা হয়।

তবে কেরালা পুলিশের কাছে চিঠি লিখে এই অভিযোগ অস্বীকার করেছিলেন সিদ্দিকি। সেই চিঠিতে তিসি লিখেছিলেন, ‘সুখমৈরিকাট্টে ছবি মুক্তির আগে প্রদর্শনের সময় একদিনই অভিযোগকারী অভিনেত্রীকে দেখেছিলাম আমি। সময়টা ২০১৬ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি।’

‘নিজের বাবা-মায়ের সামনেই সে দিন তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন। প্রথমত, সে দিন কোনও ধর্ষণের ঘটনাই ঘটেনি। সাড়ে আট বছর পরে তিনি এই অভিযোগ এনেছেন। শারীরিক যৌন হেনস্তা বা মৌখিক ভাবে যৌন হেনস্থার কোনও ঘটনাই ঘটেনি।’

এই ঘটনার প্রেক্ষিতেই ৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হল সিদ্দিকিকে। উল্লেখ্য, আগস্ট মাসেই মালয়ালম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com