1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ছবির শেষে ঘোষণা, ‘পুষ্পা ৩’ আসছে, কবে মুক্তি পাবে? — Nobanno TV
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

ছবির শেষে ঘোষণা, ‘পুষ্পা ৩’ আসছে, কবে মুক্তি পাবে?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৪ বার পঠিত

‘পুষ্পা টু’ নিয়ে আল্লু অর্জুন ভক্তদের উন্মাদনা থামেনি। সেই উল্লাস আরও জোরালো ছবির শেষে। কারণ, নির্মাতা সুকুমারের পক্ষ থেকে ‘পুষ্পা ৩’-এর ঘোষণা হয়েছে। তবে ছবি দেখে আনন্দে ভাসতে ভাসতে যখন অনুরাগীরা ফিরেছেন তখনই মনখারাপের মতো খবর। ছবির সিক্যুয়েল হবে, কিন্তু দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষা! একটা ছবির জন্য এতগুলো বছর অপেক্ষায় থাকতে হবে? কিছুতেই মেনে নিতে পারছেন না নায়কের ভক্তরা। তাদের প্রশ্ন, কোনও ছবির প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি যদি ব্লকবাস্টার হয়, তা হলে সেই ধারা ধরে রাখতে দ্রুত তার পরের পর্ব দর্শককে উপহার দেওয়া উচিত। কিন্তু তারা হতাশ, সুকুমার বা আল্লু অর্জুন সেই পথে হাঁটছেন না।

ছবির পরবর্তী পর্ব নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই এত সময় নেওয়ার কারণ জানিয়েছেন নির্মাতা। সুকুমারের প্রথম যুক্তি, ছবির চিত্রনাট্যে সবে হাত দিয়েছেন। ফলে, সেটি তৈরি করতে অনেকটা সময় লাগবে। নির্মাতার পরের যুক্তি, একইভাবে আল্লু অর্জুনের হাতে একাধিক ছবির কাজ রয়েছে। সেগুলো ‘পুষ্পা টু’র জন্য থমকে ছিল। এবার সেই ছবিগুলোর কাজ শেষ করতে হবে নায়ককে। ফলে, ছবিটি মুক্তি পাবে ২০২৮ কিংবা ২০২৯ সালে।

পাশাপাশি, আরও একটা কথা ঘুরছে দক্ষিণী বিনোদন দুনিয়ায়। পরের পর্বে দর্শকের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। ছবির খলনায়ক বদলে যেতে পারে। দ্বিতীয় পর্বে এবার নামজাদা খলনায়ক ফহাদ ফাসিল এবং তারক পোন্নাপ্পা দুরন্ত অভিনয় করেছেন।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com