1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বর্তমান পরিস্থিতির সমাধানে সব দলের সঙ্গে বসবে সরকার : মাহফুজ আলম — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

বর্তমান পরিস্থিতির সমাধানে সব দলের সঙ্গে বসবে সরকার : মাহফুজ আলম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৪৮ বার পঠিত

সারাদেশে বিভিন্ন ইস্যুতে যে উত্তেজনা চলছে, এসব নিয়ে সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বসে সমাধান করা হবে বলে উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘বাংলাদেশে এক ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা চলছে। এখানে ইসকন ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে এর সঙ্গে জড়িয়ে পড়েছেন। দেশের জনগোষ্ঠীর বড় একটা অংশের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে।’

চট্টগ্রামে সাংবাদিক সাইফুল নিহতের প্রসঙ্গে তিনি বলেন, ‘নিহতের ঘটনায় জড়িত কেউ যেন ছাড় না পায়, সরকারের পক্ষ থেকে তার উদ্যোগ নেওয়া হয়েছে। দুটি মামলা হয়েছে, আরও মামলা হবে। উদ্ভূত পরিস্থিতিতে দেশে যে ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ছিল, দেশের জনগণ, সব রাজনৈতিক দল ও ধর্মীয় গোষ্ঠী মিলে তা রুখে দিয়েছে।’

মাহফুজ বলেন, ‘এ বাস্তবতায় বিএনপির নেতৃবৃন্দ গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। বৈঠকে দেশের সামগ্রিক ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষা কীভাবে করা যায় এবং উগ্রতা কীভাবে রুখে দেওয়া যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টা সবার সহযোগিতা কামনা করেছেন।’

‘দলগুলো সরকারকে ইতিবাচক প্রস্তাব দিয়েছে এবং সরকারকে সহযোগিতার বিষয়ে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছেন। পরবর্তীতে যেন কোনো ধরনের উন্মত্ততা না তৈরি হয়, সেজন্য সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছি। শুধু ইসকন ইস্যু নয়, মাজারে হামলার বিষয়েও আমরা নজর রাখছি,’ বলেন তিনি।

উপদেষ্টা মাহফুজ আরও বলেন, ‘শিগগির আমরা এসব বিষয়ে উদ্যোগ নেবো। সামগ্রিকভাবে বাংলাদেশে যে উত্তেজনা বা উন্মত্ততা চলছে, সবগুলো দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে বসে আমরা আশা করি সমাধান করতে পারব। এ বিষয়ে আপনাদের সবার সমর্থন কামনা করছি।’

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com