1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সৌদি আরবে মঞ্চ মাতালেন লোপেজ-সেলিন ডিওনরা — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

সৌদি আরবে মঞ্চ মাতালেন লোপেজ-সেলিন ডিওনরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৪ বার পঠিত

সৌদি আরব মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ। গতকাল বুধবার দেশটির রাজধানী রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি অনুষ্ঠানে মঞ্চ মাতান তিনি। এদিন মঞ্চে আরও হাজির ছিলেন কানাডীয় গায়িকা সেলিন ডিওন, অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হলি বেরি ও কিউবার গায়িকা কামেলা কাবেলা। খবর আরব নিউজের

এদিন মঞ্চে এলি সাবের ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হয়েছিলেন মডেলরা, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের লোককাহিনি ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। রানওয়ের নির্দেশনায় ছিলেন ফরাসি ভোগ ম্যাগাজিনের সাবেক সম্পাদক ক্যারিন রইটফেল্ড।

সৌদির মঞ্চে প্রথমবার একসঙ্গে জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওন ছাড়াও মঞ্চ মাতিয়ে রাখেন লেবানিজ গায়িকা ন্যান্সি আজরাম, মিসরীয় গায়ক আমর দিয়াব।

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদনের পর প্রথমবারের মতো পারফর্ম করেন জেনিফার লোপেজ। এদিন তিনি মার্কিন গায়িকা গ্লোরিয়া গেনরের ‘আই উইল সারভাইভ’ গানের কয়েকটি লাইন দিয়ে পারফরম্যান্স শুরু করেন। অনেকই মনে করছেন, গানটি দিয়ে তিনি তাঁর প্রাক্তনী বেন অ্যাফ্লেককেই ইঙ্গিত করেছেন।

এলি সাবের ডিজাইন করা গাউনে মঞ্চে আসেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হলি বেরি। গাউনটি তাঁর জন্য ছিল বিশেষ। ২০০২ সালে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কার জেতার সময় এটি পরেছিলেন অভিনেত্রী। সেবার প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে এ পুরস্কার জিতেছিলেন বেরি।

এর আগে বেরিকে লালগালিচায় দেখা যায়। সেখানেই সাক্ষাৎকারে এলি সাবের সঙ্গে প্রথম সাক্ষাতের অনুভূতি ভাগ করে নেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমার এই সফরের গুরুত্বপূর্ণ দিক হলো এই মানুষটির সঙ্গে দেখা করা, যার সঙ্গে আমি ২২ বছর ধরে জড়িয়ে আছি। তাকে আলিঙ্গন করতে চাই এবং তাকে ধন্যবাদ জানাতে চাই।’

সেলিন ডিওনের পারফরম্যান্স দিয়ে এদিনের শো শেষ হয়। জমকালো গোল্ডেন গাউন পরে মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। ‘দ্য পাওয়ার অব লাভ’, ‘আই অ্যাম অ্যালাইভ’–এর মতো জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতান তিনি। অসুস্থতার পর চলতি বছর অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। এরপর আবারও গাইতে শোনা গেল তাঁকে।
প্রথমবার সৌদিতে পারফর্ম করে বেশ রোমাঞ্চিত ছিলেন সেলিন ডিওন। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘প্রথমবারের মতো এখানে (রিয়াদে) আসাটা একধরনের স্বপ্নপূরণের মতো। আমি বেশ রোমাঞ্চ অনুভব করছি।’

২০২২ সালের ডিসেম্বরে জটিল স্নায়ুরোগ স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্তের খবর দেন সেলিন ডিওন। এরপর বিরতিতে চলে যান তিনি।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com