স্ট্রিট ফুডের তালিকা থেকে শুরু করে বিভিন্ন রোস্তোরাঁয় বর্তমানে বেশ জনপ্রিয় এক খাবার মোমো। কিন্তু রাস্তার পাশের এক দোকান থেকে সেই মোমো খেয়েই এবার এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ওই একই বিক্রেতার মোমো খেয়ে খাদ্য বিষক্রিয়ার শিকার হয়েছেন আরও অন্তত ২০ জন।
ভারতের হায়দ্রাবাদের বানজারা হিলস এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর এনডিটিভি’র।
প্রতিবেদনে বলা হয়, রেশমা বেগম (৩৩) নামে এক নারী এবং ১২ ও ১৪ বছর বয়সী তার দুই মেয়ে শুক্রবার খয়রাতাবাদে রাস্তার পাশের এক বিক্রেতার কাছ থেকে মোমো খেয়েছিল৷ এরপরই তাদের ডায়রিয়া, পেট ব্যথা ও বমি শুরু হয়।
এরপর রোববার সকালে রেশমা মারা যান এবং তার মেয়েরা চিকিৎসাধীন রয়েছে। রেশমা বেগমের স্বামী নেই বলে জানা গেছে।
বানজারা হিলস থানার উপ-পরিদর্শক রাম বাবু সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আমরা গতকাল একটি অভিযোগ পেয়েছি যে, রেশমা বেগম নামে এক নারী মারা গেছেন এবং ১৫ জন বিভিন্ন স্থানে একই বিক্রেতার কাছ থেকে মোমো কিনে খাওয়ার পরে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। আমরা একটি মামলা দায়ের করেছি এবং বিষয়টি তদন্ত করছি।’
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বিক্রেতা কোনো খাদ্য সুরক্ষা লাইসেন্স ছাড়াই কাজ করছিল এবং অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি করা হয়েছিল।
মোমো তৈরি করতে ব্যবহৃত ময়দা কোনো প্যাকিং ছাড়াই ফ্রিজে রাখা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। ওই রেফ্রিজারেটরের দরজাও ভাঙা অবস্থায় পাওয়া গেছে। অভিযুক্ত খাদ্য বিক্রেতার কাছ থেকে নমুনা সংগ্রহ করে বিশ্লেষণের জন্য তা ল্যাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।