1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
মোদি ‘সবচেয়ে ভালো মানুষ’ বললেন ট্রাম্প — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

মোদি ‘সবচেয়ে ভালো মানুষ’ বললেন ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৪৭ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি পডকাস্টে মোদিকে বন্ধু পরিচয় দিয়ে তাকে ‘সবচেয়ে ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন।

স্ট্যান্ড–আপ কমেডিয়ান অ্যান্ড্রু শলৎজের উপস্থাপনায় ওই পডকাস্ট অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি (মোদি) মহান। তিনি আমার একজন ভালো বন্ধু। বাইরে থেকে দেখে তাকে আপনার বাবা বলে মনে হবে। তিনি সবচেয়ে ভালো মানুষ।’

ট্রাম্পের সঙ্গে হিন্দু জাতীয়তাবাদী মোদির বেশ উষ্ণ সম্পর্ক। অপর দিকে ভারতের ডানপন্থীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্টের উল্লেখযোগ্য সমর্থক আছেন।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে এক অনুষ্ঠানে ট্রাম্প ও মোদি পরস্পরের ব্যাপক প্রশংসা করেন। ওই অনুষ্ঠানে হাজার হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের সামনে একে অপরের ঘনিষ্ঠ ও মিত্র বলে উল্লেখ করেন তারা।

‘হাউডি মোদি’ নামের ওই অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেয়। যুক্তরাষ্ট্রে পোপের পরে কোনো বিদেশি নেতার অনুষ্ঠানে এটি সবচেয়ে বড় জমায়েত হিসেবে মনে করা হয়।

অপর দিকে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ বছরে গুজরাটে নিজের রাজ্যে বড় একটি সমাবেশের আয়োজন করেন মোদি। ওই সমাবেশে প্রায় এক লাখ জনসমাগম হয়েছিল।

মোদির বিরুদ্ধে মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ থাকলেও ট্রাম্প তাঁকে পছন্দ করেন। বিভিন্ন বিতর্কিত সময়েও তিনি মোদির পক্ষ নিয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহারের সময় মোদির পাশে ছিলেন ট্রাম্প।

শলৎজ ট্রাম্পকে বলেন, ‘কয়েকটি অনুষ্ঠানে কেউ ভারতকে হুমকি দিচ্ছিল। আমি মোদিকে বলেছিলাম, আমাকে সাহায্য করতে দিন। কারণ আমি এ ধরনের মানুষের বিষয়ে খুব ভালো।’

মোদির উত্তরকে অনুকরণ করে ট্রাম্প বলেন, ‘এটি আমি করব। আমি করব। যা দরকার আমি তা-ই করব। কারণ আমরা শত শত বছর ধরে তাদের পরাজিত করেছি।’
ট্রাম্প বলেন, ‘তিনি (মোদি) একটি নির্দিষ্ট দেশ নিয়ে বলছিলেন। সম্ভবত আপনি বুঝতে পেরেছেন।’

তবে ট্রাম্প তাঁর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান আলাদা রাষ্ট্র হওয়ার পরে দেশ দুটির মধ্যে তিনটি বড় যুদ্ধ হয়েছে। এ ছাড়া সীমান্তে অহরহ সংঘাত তো লেগেই আছে।

আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। জরিপে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com