1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পাহাড়ের বুকে দৃষ্টিনন্দন জাহাজ, বিনোদনের আরেক স্পষ্ট "স্বপ্নতরী" — Nobanno TV
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

পাহাড়ের বুকে দৃষ্টিনন্দন জাহাজ, বিনোদনের আরেক স্পষ্ট “স্বপ্নতরী”

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশঘেষে ঈদগাঁও উপজেলা পেরিয়ে রশিদনগর ইউনিয়নে এক পাহাড়ের চুড়ায় বিশাল জাহাজ। নান্দনিক পার্ক যার তার স্বপ্নতরী। যেটি দেখতে স্থানীয় ও দুর-দুরান্ত থেকে আগত দর্শনার্থীদের ভীড় জমে। জাহাজটি দুর থেকে বেশ চমৎকার দেখায়।

পাহাড়ের চূড়ায় তরী নির্মাণের মাধ্যমে গড়ে উঠে অপরুপে সাজানো পর্যটন কেন্দ্রে। পাহাড়টির আশপাশ যেন বিনোদনের একটি অনন্য স্থান। একদিকে সবুজ গাছগাছালিতে ভরপুর,অন্য দিকে মহাসড়ক। সড়কের পাশেই যেন স্বপ্নতরী। স্থানটি চোখ জুড়ানো। বিশাল পাহাড় ঘিরে বহু তল বিশিষ্ট জাহাজটি যেন অবিকল জাহাজের ফটোকপি।

পাহাড়ের নিচে স্বপ্নতরীর প্রবেশ পথে স্থানীয় দোকানীর সাথে আলাপকালে জানা যায়, প্রায় প্রতিদিনই এখানে দর্শনার্থীরা আসেন। কেউ আসে বন্ধুবান্ধব সহকারে,কেউবা আসে পরিবার পরিজন নিয়ে। তিনি আরো জানান, পার্কে প্রবেশের আগে অনেকে গাড়ি থামিয়ে ছবি তোলে আর মোবাইলে সেলফি ধারণ করেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, পাহাড়ের বুকে যেন বিশাল দৃষ্টিনন্দন জাহাজ। এটিকে ঘিরে স্বপ্নতরী পার্কের সৃষ্টি। মহাসড়ক থেকে চলন্ত গাড়ির যাত্রীদের দৃষ্টি থাকে পাহাড়ের চুড়ায় জাহাজের দিকে। জাহাজে নিচতলায় তিনটি কক্ষ,দু-তলায় সেমিনার কক্ষ,রেস্টুরেন্ট, তিনতলায় বিশ্রামাগার এবং চারতলায় বসার স্থান। দেখতে যেন সাগরে ভাসমান একটি জাহাজে যা থাকে সব রাখা হয় এটিতে।

স্থানীয় কজন ব্যাক্তির সাথে কথা হলে তারা জানান, সাগরকন্যা কক্সবাজার সমুদ্র সৈকত, সাফারী পার্ক, হিমছড়ি, ইনানী সৈকতের সাথে এলাকার স্বপ্নতরী পার্কটি পুরোপুরি রূপ পেয়ে যুক্ত হলো নতুন বিনোদন স্পটে। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত স্বপ্নতরী। মহাসড়কের পাশে আরো একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের শোভা পেল পযটন কিংবা দর্শনার্থীরা।

নবান্ন টিভি/ এম আবু হেনা সাগর

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com