1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ বার পঠিত

আগামী মাসের ৩ তারিখ সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। সেই আসরে খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বৃৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সবশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ভালো পারফর্মম্যান্স করতে পারেনি জ্যোতিরা। গত চার আসরে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার সেই ধারা ভাঙতে চান বাংলাদেশ অধিননায়ক। গেল মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এমন লক্ষ্যের কথা।

জ্যোতি বলছিলেন, ‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com