1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নরসিংদীর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

নরসিংদীর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬ বার পঠিত

বুধবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর উপদেষ্টা নুরজাহান বেগম।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা.সৈয়দ আমিনুল হক শামীম,শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব,শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন,শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিচালক ,ডা.মোঃ নিলিম ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কিবরিয়া গাজী, মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক এর সভাপতি মোঃ জহিরুল হক গাজী নিপু ,সাদেক গাজী, সাংবাদিক মাহবুবুর রহমান,সাংবাদিক শাহাদাত হোসেন রাজু, সাংবাদিক আরিফ হাসান, সাংবাদিক কামাল প্রধান, আমির হোসেন ও অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ।

পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বলেন,আমি নরসিংদীতে আসছি নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতাল দেখেছি এখানে এসেছি সবার সাথে আলাপ হলো ,আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অনেক সমস্যা আছে ,সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে , সমস্যাগুলো কোন কোন জায়গায় এ সমস্যা গুলো বুঝার জন্য আজকে এখানে আমার আশা, আমাদের লোকজনের সাথে আলাপ করেছি প্রথমে সদর হাসপাতাল দেখলাম,জেলা হাসপাতাল দেখলাম,এখানে রোগী ধারন ক্ষমতা ১০০ জন এখানে আছে দেড়শ , এছাড়াও হাসপাতালে রোগী ছাড়া ,অন্যান্য সময় লোকজন থাকার কথা না। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, একজন রোগীর সাথে চার-পাঁচজন চলে আসে। সবচেয়ে বেশি খারাপ লাগছে যে মেয়ে গুলা বয়স এখনো হয় নাই তারা মা হয়ে যাচ্ছে ,এটা আমাদের দায়িত্ব এটা শুধু সরকারের দায়িত্ব না। এখানে ডাক্তার থাকতে চায় না কি কারনে , সেই সমস্যার সমাধান এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা আছেন তারা অনেক ভালো ডাক্তার বলে এখানে থাকছেন , আমাদের একজন রোগীর সাথে একজন থাকতে হবে, এখানে চার-পাঁচজন আসা-যাওয়া করিলে রোগীর সঠিক চিকিৎসা করতে সমস্যা সৃষ্টি হয়।

নবান্ন টিভি/ বশির আহমেদ মোল্লা

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com