1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি, এ নিয়ে কোনো সন্দেহই নেই : রিকেলমে — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি, এ নিয়ে কোনো সন্দেহই নেই : রিকেলমে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

২০২২ বিশ্বকাপ লিওনেল মেসি নৈপুণ্যেই জিতেছে আর্জেন্টিনা। বর্তমানে এই মহাতারকার বয়স ৩৭ ছাড়িয়ে গেছে। ২০২৬ বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯ বছর।

তাই মেসি পরবর্তী বিশ্বকাপে খেলবেন কি-না সে প্রশ্ন ঘুরেফিরে আসছেই। বর্তমান সময়টায় মেসি চোটেও পড়ছেন বেশ। তবে মেসি যে ২০২৬ বিশ্বকাপ খেলবেন তাতে কোনো দ্বিধাই নেই সাবেক আর্জেন্টাইন ফুটবলার হুয়ান রোমান রিকেলমের।

১৫ বছরেরও বেশি সময় ধরে আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরে খেলছেন মেসি। এই জার্সিটি উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন রিকেলমের কাছ থেকে। এক সঙ্গে অনেক ম্যাচই খেলেছেন এ দুই তারকা। কিছু সময়ের জন্য লা লিগায় একে অপরের বিপক্ষেও খেলেছেন। এমনকি ২০০৮ বেইজিং অলিম্পিকে একত্রে স্বর্ণপদক জিতেছেন তারা।
বর্তমানে রিকেলমে বোকা জুনিয়র্সের ভাইস প্রেসিডেন্ট এবং মেসি এখনও ড্রিবল চালিয়ে যাচ্ছেন। যদিও অবসরের খুব কাছাকাছি চলে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতাও বিষয়টিও ভাবাচ্ছে মেসিকে। কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের গোড়ালিতে লিগামেন্টের চোট থেকে সেরে এখনও মাঠে ফিরতে পারেননি।

তবে মেসি যে ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন এ নিয়ে কোনো সন্দেহই নেই রিকেলমের, ‘মেসি প্রতিনিয়তই নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছে। আপনি কখনই জানেন না ও কী করতে পারে। আমার কোনো সন্দেহ নেই যে ও আগামী বিশ্বকাপে খেলবে। ওকে খেলতে হবে। আমরা এটি ঘটানোর জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব।’

মাঝেমধ্যেই দুইজনের মুঠোফোনে কথা হয় বলেই ২০২৬ বিশ্বকাপে মেসির খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী রিকেলমে, ‘আমি ওর সঙ্গে কথা বলি, আমি ওকে খুব বেশি জ্বালাতন করি না, তবে আমরা কথা বলি। সে কারণেই আমি মনে করি ও বিশ্বকাপে খেলতে যাচ্ছে, ও খুব ভালো, ও স্বাভাবিক নয়। ও প্রতিদ্বন্দ্বিতা করতে পছন্দ করে এবং জিততে চায়।’

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com