1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চাঁদা না দেয়ায় বিএনপি নেতাকর্মীর মারধরে ৫ ব্যবসায়ী হাসপাতালে — Nobanno TV
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:২২ অপরাহ্ন

চাঁদা না দেয়ায় বিএনপি নেতাকর্মীর মারধরে ৫ ব্যবসায়ী হাসপাতালে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ বার পঠিত
চাঁদা না দেওয়ায় পাবনায় ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। তাদের মারধরে অন্তত ৫ জন ব্যবসায়ী আহত হয়েছেন। তার মধ্যে গুরুতর আহত তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আড়তে এ ঘটনা ঘটে। রোববার (১ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুর ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আড়তে এ ঘটনার খবর পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।’ হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ীরা হলেন: উপজেলার মুলাডুলি গ্রামের মৃত আহাম্মদ আলী শেখের ছেলে আব্দুল হামিদ শেখ (৬৫), মুলাডুলি মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনজুরুল ইসলাম তারেক (২৩) ও একই গ্রামের লাল মিয়া ব্যাপারীর ছেলে জনি ব্যাপারী (৩২)। আহত ব্যবসায়ীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর গত কয়েকদিন ধরে মুলাডুলি আড়তে গিয়ে ব্যবসায়ীদের কাছে ৫ লাখ চাঁদা দাবি করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাদের চাহিদা মাফিক চাঁদা না দেয়ায় রোববার দুপুরে তারা লাঠিসোঁটা, লোহার রড, জিআই পাইপ নিয়ে ব্যবসায়ীদের মারধর করা হয়। এতে ৫ জন আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী আব্দুল হামিদ শেখ বলেন, ‘জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের সমর্থক রাজ্জাক, ফিরোজ, ডাবলু, হাবিব, সুজন, মাসুদসহ অন্তত ৫০ থেকে ৬০ জন এসে আমাদের আড়ৎ ও দোকানপাট ভাঙচুর করে। আমরা বাধা দিতে গেলে বেধড়ক মারধরও করা হয়।’ হামলায় ক্ষতিগ্রস্ত মুলাডুলি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ বলেন, ‘তাদের উদ্দেশ্য চাঁদাবাজি। আর চাঁদা না পেয়ে এখন আড়ৎ দখল করে নিতে এই হামলা করেছে। আমরা এ হামলার বিচার চাই।’ নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com