বন্যা পরিস্থিতির উন্নতির সাথে ফেনীতে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। ডায়রিয়া, আমাশা, পেটে ব্যাথা, জ্বর ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে বানভাসীরা। আক্রান্তদের বেশিরভাগই শিশু। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
ফেনীতে বন্যার পানি নামছে ধীরে। কোথাও কোথাও এখনও চরম অবস্থা। যেসব এলাকার পানি নামছে, সেখানে বাড়ছে পানিবাহিত রোগের সংক্রমণ। একদিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক শিশু, নারী পুরুষ। বাড়ছে শ্বাসকষ্টের রোগীও।
ফেনী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. চন্দ্র দেব নাথ বলেন, রোগীর চাপ বাড়ায় হাসপাতালের মেঝেতে, খোলা আকাশের নীচে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের।
পানিবাহিত রোগের পাশাপাশি হাসপাতালে বেড়েছে সাপে কাটা রোগীও। এবারের বন্যায় ফেনী জেনারেল হাসপাতালের নীচতলা তলিয়ে যায়। এতে এক সপ্তাহ বন্ধ থাকে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম। যন্ত্রপাতি ও ওষুধ নষ্ট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে ডায়ালাইসিস, প্যাথলজি, এক্স-রে ও ইসিজি সেবা।
নবান্ন টিভি
Related