1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
দেশবাসীর পাশে দাঁড়ালেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

দেশবাসীর পাশে দাঁড়ালেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৯০ বার পঠিত
বন্যার ভয়াল থাবায় আক্রান্ত দেশবাসীর পাশে দাঁড়ালেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে ভালোবাসার উপহার পৌঁছে দিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় নিজে দাঁড়িয়ে থেকে ত্রাণ বিতরণ করেন তিনি। বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে বন্যা আক্রান্তদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন বুবলী। ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও এবং বেশ কয়েকটি ছবিও আপলোড করেন। এসব ভিডিও এবং ছবির ক্যাপশনে বুবলী লেখেন, বন্যার্ত মানুষদের কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো । আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারন এটা আমার মানসিক শান্তি। বুবলী আরও লেখেন, সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্থ মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে। কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরপরই বুবলী লেখেন, বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেনো তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায়। সবশেষে বুবলী লেখেন, আসুন বন্যার্তদের মাঝে উপহার পৌঁছে দিতে সবাই মিলে সহযোগিতা করি। নবান্ন টিভি  

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com