জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় অহবায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল ইসলাম মাহতাব এর স্মরণে- স্মরণ সভা করেন জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে,।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। (সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন : আবদুর রহিম, সদস্য সচিব,
জাতীয়তাবাদ মৎস্যজীবী দল। সভাপতিত্ব করেন : অধ্যক্ষ মহম্মদ সেলিম মিয়া। যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদ মৎস্যজীবী দল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা কর্মীরা।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আওয়ামী সরকার যে ভাবে ১৫ বছরে বিএনপির উপর অত্যাচার করেছেন কিন্তু আবার এরা টেলিভিশনের সামনে বশে যে আভিনয় করেছে তাদেরকে অভিনয়ের এওয়ার্ড দেওয়া উচিত।
সৈরাচার সরকার পতনের সময় সেনা বাহিনীর কাছে ৬০০ উরধে আওয়ামী আছে তাদের তালিকা প্রকাশের জন্য অনুরোধ করেন।
২০দিন হয়নাই দেশ চালাচ্ছেন তাদেরকে ঘেরাও করে রেখেছেন এটা কনো আন্দোলন হতে পারে না। এরা আওয়ামী লীগের কেডার।
মায়ানমার থেকে হেলিকপ্টার দিয়ে সীমানায় গুলি করা, বাংলাদেশের বর্ডারে ভারতের সৈন্য মানুষকে গুলি করে হত্যা এই নিয়ে বলেন যদি বিএনপিকে নির্বাচন দিয়ে সরকার গঠন করতে দওয়া হয় তাহলে সারা দেশের মানুষকে ট্রেনিং দিয়ে সৈন্য পরিনিত করবে।
নবান্ন টিভি /সুমন শেখ
Related