1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
কানাডা থেকে এসে নিয়মিত পরিষদ পরিচালনা করছেন ৫ নং বানেশ্বর্দীর চেয়ারম্যান — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

কানাডা থেকে এসে নিয়মিত পরিষদ পরিচালনা করছেন ৫ নং বানেশ্বর্দীর চেয়ারম্যান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৬০ বার পঠিত

সরকার পতনের পেক্ষাপটে কিছুদিন পরিষদগুলো অচল অবস্থা হয়েছিলো গত ২১ তারিখ থেকে আবার সচল হয়েছে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ। এরই ধারাবাহিকতায় শেরপুর জেলার ৫ নং বানেশ্বর্দী ইউনিয়নের সকল কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা করছেন সফল চেয়ারম্যান আলহাজ মাজহারুল আনোয়ার মহব্বত ।

তাকে পরিষদ পরিচালনার জন্য সহযোগিতা করছেন ইউনিয়নের যুবদলের ও বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিসি, দায়িত্বরত সেনাসদস্যরা । এদিকে ১নং গণপদ্দী, ২নং নকলা, ৩নং উরফা, ৪নং গৌরদ্বার , ৫নং বানেশ্বর্দী, ৬নং পাঠাকাটা, ৭নং টালকী, ৮নং চরঅষ্টধর, ৯নং চন্দ্রকোনা এসকল ইউনিয়ন পরিষদ গুলো পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com