1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন — Nobanno TV
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬০ বার পঠিত
ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালসহ সংগঠনের নেতৃবৃন্দ । শুক্রবার দুপুরে সাড়ে ১১ টায় রংপুর জেলার পীরগঞ্জ থানার বাবনপুর (জাফর পাড়া) নিজ বাড়িতে বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার বীরোচিত আত্মদানের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় সংগঠনের সভাপতি বলেন,শহীদ আবু সাঈদ আমাদের প্রেরণা। তিনি আমাদের দাবি আদায় করতে শিখিয়েছেন, তার রক্তে ঋণ আমরা কখনো শোধ করতে পারব না।তিনি এ সময় আরো বলেন নতুন বাংলাদেশ গড়তে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আমি ঢাকা প্রেসক্লাবের এর পক্ষ থেকে তাদের জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। আমি একটা কথা বলব এই বাংলায় যেন আর কোন আবু সাঈদ কে জীবন দিতে না হয়। আবু সাঈদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার যেন অক্ষুন্ন থাকে। বাংলাদেশ দুর্নীতি মুক্ত একটি আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যেন প্রতিষ্ঠিত হয়। এ সময় তিনি আবু সাঈদের পরিবারের প্রতি বিশেষ নজর রাখার জন্য সরকারের কাছের জোর দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া । তিনি এ সময় বলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। অথচ তিনি দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত রেখে ইতিহাস হয়ে থাকলেন। এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ চিশতী। তিনি এ সময় বলেন আবু সাঈদ ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণঅভ্যুত্থানের সাহসী আত্মদানের প্রতীক হিসাবে চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে। আমি আবু সাঈদ সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক কে এম মোহাম্মদ হোসেন রিজভী। তিনি এ সময় বলেন আবু সাঈদ সহ সকল শহীদদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদানের দাবি জানান। এ সময় তিনি আরো বলেন শহীদ ও আহত পরিবারসমূহের প্রয়োজনীয় পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো: দেলোয়ার হোসেন মীর।
আবু সাঈদ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণঅভ্যুত্থানের সাহসী সৈনিক। তিনি আমাদের বুকের তাজা রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা তার ইচ্ছার প্রতি সকলে সজাগ থাকবো। তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সার্বিক তত্ত্ববিদানে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা, মোফাজ্জল হোসেন রাজু,অনিক হালদার প্রমূখ। ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আবু সাঈদের পিতা, মা সহ পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটান ও তাদেরকে সমবেদনা জানান। এবং পরিবারের কাছে ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় নেতৃবৃন্দ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবার জন্য আহ্বান জানাই। যদি কেউ কৃত্রিম বন্যার সৃষ্টি করেন তাদেরকে আন্তর্জাতিক আদালতে মাধ্যমে বিচারের দাবি জানান। উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন আবু সাঈদ। গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। আবু সাঈদকে গুলি করার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন তীব্র হয়। নবান্ন টিভি  

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com