কুরআনের দাওয়াত পৌঁছে দিতে সকল ওলামাদের আহব্বান জানিয়ে ২১ আগষ্ট বুধবার সকালে হাজীপুর তালিমুল মিল্লাত মাদ্রাসায় ও এতিমখানা এই সম্মেলন অনুষ্টিত হয়েছে।
উক্ত সম্মেলনে বন্দর উপজেলা দক্ষিনের আমীর মাওলানা খোরশেদ আলম ফরুকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি এডুকেশন সোসাইটির পরিচালক পিন্সিপাল ড. মো: ইকবাল হোসাইন ভূইয়া তিনি বলেন-ছাত্র- জনতার বিজয়ে ওলামাদের ভূমিকা ছিল অপরসীম এই বিজয়কে আরো বেগবান করতে প্রতিটি মহল্লায়- মহল্লায় মসজিদে -মসজিদে কুরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে।দেশে যেন ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নির্নাম হয় সেই লক্ষ্যে কাজ করার আহব্বান জানান।
এ সময় সারাদেশে শহীদদের প্রতি দোয়া ও মোনাজাতে আরো উপস্থিত ছিলেন বন্দর দক্ষিণ থানা শাখার আমীর আলহাজ্ব সামসোদ্দোহা,সেক্রেটারি মাওলানা মোঃ আরিফুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন বন্দর উপজেলা দক্ষিণের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক খান ছাঈদ প্রমূখ।
নবান্ন টিভি
Related