1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
১১৭ বছরে মারা গেলেন বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ মানুষ — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

১১৭ বছরে মারা গেলেন বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫৯ বার পঠিত
বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৭ বছর। মঙ্গলবার (২০ আগস্ট) মারিয়ার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। পরিবারের পক্ষ থেকে মারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মারিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে। তিনি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মারিয়ার পরিবার লিখেছে, ‘মারিয়া আর আমাদের মধ্যে নেই। তিনি চেয়েছিলেন যেন ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তাঁর চাওয়া পূরণ হয়েছে। তাঁর দয়ালু মনোভাব ও পরামর্শ আজীবন আমরা মনে রাখব।’ ১১৮ বছর বয়সে ফ্রান্সের লুসিল র‌্যানডনের মৃত্যুর পর ২০২৩ সালের জানুয়ারিতে মারিয়াকে বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এখন প্রবীণ ব্যক্তি জাপানের তোমিকো ইতুকা। ১৯০৮ সালে জন্ম নেওয়া ইতুকার বয়স ১১৬ বছর। ব্রানিয়াস ১৯১৮ সালের ফ্লু, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্পেনের গৃহযুদ্ধের সাক্ষী। এমনকি নিজের ১১৩তম জন্মদিনের কয়েক সপ্তাহ পরে ২০২০ সালে কোভিডেও আক্রান্ত হন তিনি। সেসময় তিনি তার বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন এবং সুস্থ হয়ে ওঠেন। তার ছোট মেয়ে রোজা মোরেট একবার তার মায়ের দীর্ঘায়ুর জন্য ‘জেনেটিক্স’-এর কথা উল্লেখ করেন। গত বছর স্থানীয় কাতালান টেলিভিশনকে মোরেট বলেছিলেন, ‘তিনি (তার মা) কখনো হাসপাতালে যাননি, তার কখনো হাড় ভাঙেনি, তার শরীরে কোনো ব্যথা নেই। তিনি সুস্থ আছেন।’ নবান্ন টিভি  

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com