1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
এইচএসসির বাকি বিষয়গুলোর পরীক্ষা হবে অর্ধেক প্রশ্নোত্তরে — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

এইচএসসির বাকি বিষয়গুলোর পরীক্ষা হবে অর্ধেক প্রশ্নোত্তরে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৬২ বার পঠিত

রাজনৈতিক অস্থিরতার প্রকোপে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষই হচ্ছে না। আসছে নতুন নতুন দিনক্ষণ, দ্বিধাদ্বন্দ্ব চলছিল সময় ও মার্কস নিয়েও। তবে এবার জানা গেল এইচএসসি ও সমমান পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। তবে সেখানে কমবে না সময় আর পেছাতে পারে পরীক্ষার দিনও।
মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় নানান সিদ্ধান্ত হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে বাকি পরীক্ষাগুলো।

ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

এক্ষেত্রে আগে কোনো সাবজেক্টে ১০টি প্রশ্নের উত্তর লিখতে হলে এখন সেখানে ৫টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কিন্তু সময় কম দেয়া হবে না। পূর্ণ সময়ই পাবেন শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়।

পরিস্থিতি স্বাভাবিক ও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না।

শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছিল, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাংক ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য ১১ আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। সর্বশেষ আগামী ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড। সেটি অনুমোদনও করা হয়।

এদিকে পরীক্ষার্থীরা গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই বলে বিক্ষোভ করেন। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান, ইতিমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হোক। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় যৌক্তিক দাবি পূরণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ মো. আবুল বাশার।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com