কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে হাসিনার নির্দেশে ছাত্র জনতার আন্দোলনে দেশজুড়ে ব্যাপক গণহত্যা চলেছে। এখন থেকে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাদেরকে দেশের মাটিতে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তবেই দেশে গণতন্ত্র পুনঃউদ্ধার হবে। সাধারন মানুষের অধিকার নিশ্চিত হবে। এখন নতুন করে ১৫ আগস্ট ঘিরে নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ১৫ আগস্টে সকল অপশক্তি দেশের মানুষ প্রতিহত করবে। এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তোলা হবে।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, বিএনপি নেতা এম জেনারেল ইসলাম, রউফুন নাহার রিনা, সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারন সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, ছাত্রদলের সভাপতি মোমিন মালিতাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।