1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সারাদেশে বাংলা ব্লকেড : যেসব এলাকায় তীব্র যানজট হতে পারে — Nobanno TV
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

সারাদেশে বাংলা ব্লকেড : যেসব এলাকায় তীব্র যানজট হতে পারে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৬২ বার পঠিত

সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে নতুন এ কর্মসূচি শুরু হবে। বিকেল সাড়ে ৩টা থেকে বাংলা ব্লকেড-এর ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো তীব্র যানজটের হতে পারে।

বুধবার সন্ধ্যায় শাহবাগে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ।

কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হবেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিভিন্ন এলাকা অবরোধ করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রাজধানী ঢাকায় যেসব এলাকায় ব্লকেড হতে পারে
১. শাহবাগ
২. কাওরানবাজার
৩. ইন্টারকন্টিনেন্টাল মোড়
৪. ফার্মগেট
৫. চানখারপুল মোড়
৬. চানখারপুল ফ্লাইওভার এ উঠার মোড়
৭. বঙ্গবাজার
৮. শিক্ষা চত্বর
৯. মৎস্য ভবন
১০. জিপিও
১১. গুলিস্তান
১২. সায়েন্সল্যাব
১৩. নীলক্ষেত
১৪. রামপুরা ব্রিজ
১৫. সচিবালয়
১৬. মহাখালী
১৭. বাংলামোটর
১৮. পল্টন মোড়
১৯. ঢাকা-আরিচা মহাসড়ক (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com