1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
কক্সবাজারে পাহাড় ধস, শিশুসহ ২ জনের প্রাণহানি — Nobanno TV
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

কক্সবাজারে পাহাড় ধস, শিশুসহ ২ জনের প্রাণহানি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১১৬ বার পঠিত

কক্সবাজারে ভারি বর্ষণের ফলে আবারও পাহাড় ধস হয়েছে। এতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে শুরু হওয়া ৪ ঘণ্টা ধরে টানা ভারি বর্ষণের পর আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাহাড় ধসের পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং আরেকজন নারী। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

মৃতরা হলেন শহরের ৬নং ওয়ার্ডের পূর্ব পল্যান কাটা এলাকায় বসতঘরে পাহাড় ধসে স্থানীয় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০)। অপরজন হলেন শহরের ৭নং ওয়ার্ডের সিকদার বাজার এলাকার সাইফুলের ছেলে মো. হাসান (১০)।
জমিলার স্বামী করিম জানান, সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠেই নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম সপরিবারে। এসময় আচমকা পাহাড়ের কাদামাটি বসতঘরে পড়লে চাপা পড়ে আমার স্ত্রী জমিলা। তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশু হাসানের পরিবার জানায়, পাহাড় ধসের মাটি ঘরের দেওয়ালে পড়লে মাটির দেওয়ালসহ আসবাবপত্র পড়ে শিশু হাসানের গায়ে। ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com